মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক। যদি মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যায়, তবে পিছিয়ে যাবে উচ্চমাধ্যমিকও। জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, পরীক্ষার্থীদের জীবনের থেকে কোনও কিছু মূল্যবান নয়। তিনি এও জানান, যখনই পরীক্ষা হোক, তা নিজের স্কুলেই হবে। যেতে হবে না অন্য কোনও স্কুলে।
এরআগে ৩০ এপ্রিল বিবৃতি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল, এইবছরের একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরীক্ষা বাতিল। সেইসময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইবছর হবে নিজ স্কুলেই।
মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল ১ জুন থেকে হচ্ছে না এইবছরের মাধ্যমিক পরীক্ষা। কবে হবে পরীক্ষা, সেই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। এরমধ্যেই মাধ্যমিল পরীক্ষার পথেই হেঁটে উচ্চমাধ্যমিক হবে বলে জানিয়ে দিল উচ্চমাধ্যমিক সংসদ।
Comments are closed.