মঙ্গলবার থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা, বিশেষ বাস পরিষেবা চালু রাজ্য পরিবহণ নিগম ও কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগমের

মঙ্গলবার থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার জন্য চলবে বিশেষ সরকারি বাস ও ট্রেন। রাজ্য পরিবহণ নিগম এবং কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম প্রায় ১৫টি রুটে পরীক্ষা স্পেশ্যাল বাস চালাবে। জানা গিয়েছে, ঠাকুরপুকুর, সরশুনা, যাদবপুর, গড়িয়া, ব্যারাকপুর ও হাওড়া থেকে বিশেষ বাস চলবে।

এইসব রুটে সকাল ৭ টা ৪৫ মিনিট ও ৮ টা ১৫ মিনিট থেকে বাস ছাড়ার কথা বলা হয়েছে। গড়িয়া থেকে বাস চলবে দেশপ্রিয় পার্ক ও টালিগঞ্জ হয়ে হাওড়া পর্যন্ত। কুঁদ্ঘাট থেকে বাস চলবে দক্ষিণেশ্বর, ডানলপ থেকে বাস চলবে বালিগঞ্জ, চেতলা থেকে বাস চলবে পাইকপাড়া, কাঁকুড়্গাছি থেকে বেহালা পর্যন্ত চলবে বাস। ঠাকুরপুকুর ও নিউটাউন থেকে বালিগঞ্জ, বিমানবন্দর, শিয়ালদহ রুটে বিশেষ বাস পরিষেবা চালু থাকবে।

এছাড়াও শিয়ালদহ ও হাওড়া রুটে পরীক্ষার দিনগুলিতে বিশেষ কিছু স্টেশনে ট্রেন থামার কথা বলা হয়েছে। সকাল ৮ টা থেকে ১০ টা এবং দুপুর ১টা ১৫ থেকে ৩ টা ১৫ মিনিটের মধ্যে বেশকিছু ট্রেন নির্দিষ্ট স্টেশনে থামবে। শিয়ালদহর পাশাপাশি হাওড়া ডিভিশনেও বেশকিছু ট্রেন নির্দিষ্ট স্টেশনে থামবে। গণদেবতা এবং আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস স্কুল রোড সংলগ্ন লোহাপুর স্টেশনে থামবে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বেলমুড়ি, জনাই রোড ও ডানকুনি স্টেশনে কিছু লোকাল ট্রেন থামবে।

Comments are closed.