উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন ঘোষণা করল সংসদ। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। জানিয়ে দিল সংসদ। পাঁচ ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে।
2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে অন্য স্কুলে গিয়ে। লিখিত পরীক্ষা শুরু হবে 14 মার্চ থেকে। শেষ হবে 27 মার্চ। বিজ্ঞান, কলা, বাণিজ্য বিভাগে এই পরীক্ষা নেওয়া হবে। তবে যে পরীক্ষার্থীরা আগে উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করে গিয়েছেন, তাঁদের এই পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে সংসদের তরফে। ২৩ নভেম্বরের শিবির থেকে স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে এই পরীক্ষার প্রশ্নপত্র।
প্রতিটি স্কুলকে নির্দিষ্ট তারিখের মধ্যেই সংশ্লিষ্ট আঞ্চলিক দফতরে প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কস ফয়েলের হার্ড কপি জমা দিতে হবে। এই সময়সীমা হল ২ থেকে ১০ জানুয়ারি।
অন্যান্য বছর বিজ্ঞান শাখার পড়ুয়াদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আগে হয় স্কুলের ল্যাবরেটরিতে। সেই নম্বর পাঠাতে হয় সংসদে। এই নিয়মের কিছু বদল ঘটেছে। বলা হয়েছে, সংসদে উত্তরপত্র পাঠানোর প্রয়োজন নেই, তবে স্কুলে যাতে সংরক্ষণ করা হয়, সেই নির্দেশ দেওয়া হয়েছে।
Comments are closed.