কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। মহার্ঘভাতা বাড়ল ৪ শতাংশ। এতে উপকৃত হবেন ৪৮ লক্ষ কর্মী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী। নয়া হারে ডিএ চালু ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকেই। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ ডিএ পেয়ে থাকেন। এবার তা বেড়ে হবে ২১ শতাংশ। প্রায় ১ কোটি ১৩ লক্ষ পরিবার এর সুবিধা পাবে। তবে এ জন্য কেন্দ্রের ভাঁড়ার থেকে অতিরিক্ত ১৪,৫৯৫ কোটি টাকা খরচ হবে।