পরিবারের সদস্যরা কোভিড সংক্রমিত হলে ১৫ দিন ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা

কোভিডে কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য নয়া ঘোষণা। কেন্দ্রীয় সরকারী কর্মীরা কোভিড সংক্রমিত হলে মিলবে ২০ দিনের ছুটি। বুধবার এমন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সেখানে বলা হয়েছে, এই ২০ দিনের ছুটি স্পেশাল ক্যাজুয়াল লিভ(এসসিএল) বা আর্নড লিভ(ইএল) হিসেবে নিতে পারবেন। এইক্ষেত্রে যেদিন থেকে রিপোর্ট পসিটিভ আসবে, সেইদিন থেকেই ছুটির মেয়াদ কার্যকরী হবে। আর যদি তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়, সেইক্ষেত্রে যদি ২০ দিন পেরিয়ে যায়, তবে হাসপাতালে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে হতে পারে।

নির্দেশিকায় বলা হয়েছে, ওই কেন্দ্র সরকারী কর্মীর ওপর নির্ভরশীল পরিবারের কোনও সদস্য যদি কোভিড সংক্রমিত হন, তবে ১৫ দিনের স্পেশাল ক্যাজুয়াল লিভ নিতে পারবেন তিনি। এই ছুটি শেষ হয়ে গেলে বাড়তি ছুটিও পেতে পারেন তিনি। এরপর যদি কোভিড পজিটিভ পরিবারের সদস্যকে হাসপাতালে ভর্তি করতে হয়, তবে হাসপাতাল থেকে ছাড়া না পাওয়া পর্যন্ত প্রাপ্য ও গ্ৰহণযোগ্য ছুটি নিতে পারবেন ওই কেন্দ্রীয় সরকারী কর্মচারী।

Comments are closed.