রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল প্রার্থী হিসেবে শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীনেশ বাজাজ। তার মানে ২৬ মার্চ পঞ্চম আসনের জন্য ভোটাভুটি হচ্ছেই। বাম-কংগ্রেস জোটের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নির্দল দীনেশের সঙ্গে লড়াইয়ের সম্মুখীন হতে হবে। এদিন দীনেশ একবারে শেষ মুহূর্তে ছুটতে ছুটতে এসে বিধানসভা ভবনে মনোনয়নপত্র জমা দেন। তৃণমূলের বাকি দুই প্রার্থী মৌসম বেনজির নুর এবং অর্পিতা ঘোষ মনোনয়নপত্র দাখিল করেছেন এদিনই। তৃণমূলের সুব্রত বক্সী এবং দীনেশ ত্রিবেদী আগেই মনোনয়নপত্র পেশ করেছেন। গত বুধবার তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি ইঙ্গিত দেন, পঞ্চম আসনে কোনও নির্দল প্রার্থী দাঁড়ালে তৃণমূল তাঁকে সমর্থন করতে পারে।
Comments