মালদার ইংরেজবাজারে ভয়াবহ বাস দুর্ঘটনা। দুমড়ে গিয়েছে বাসের সামনের অংশ। আহত হয়েছে বেশ কয়েকজন পড়ুয়া। তাদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। স্থানীয়রা জানিয়েছে, হঠাৎ করেই তাঁদের সামনে পালটি খেতে থাকে বাসটি। এরপর পড়ে যায় রাস্তা থেকে অনেকটা নীচে। ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। আহত পড়ুয়াদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রশ্ন উঠতে থাকে বাসের ভিতরে আটকে রয়েছে কিনা কোনও পড়ুয়া। বাস চালকের গাফিলতি নাকি বৃষ্টিতে মাটি নরম থাকায় দুর্ঘটনা। খতিয়ে দেখছে পুলিশ।
Comments are closed.