হাসপাতালে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেব গুহ, ফের করোনা পরীক্ষা করা হবে

ফের হাসপাতালে ভর্তি হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। কয়েকমাস আগেই কোভিড সংক্রমিত হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হন তিনি।

গত রবিবার থেকেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাতে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। শ্বাসকষ্ট ছাড়াও এই প্রবীণ সাহিত্যিকের মূত্রনালীর সংক্রমণও ধরা পড়েছে।

এপ্রিল মাসে কোভিড সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব গুহ। তাঁকে ভর্তি করা হয়েছিল শহরের একটি বেসরকারি হাসপাতালে। প্রায় একমাস পর বাড়ি ফিরে এসেছিলেন তিনি। হাসপাতালে সূত্রে জানা গেছে, ফের করোনা পরীক্ষা করা হবে বুদ্ধদেব গুহর। তাঁর অসুস্থতায় চিন্তিত গোটা সাহিত্যিক মহল।

Comments are closed.