স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম উঠেছে কিনা কিভাবে বুঝবেন, পরিবারের সকলের নাম নথিভুক্ত আছে? জানুন বিস্তারিত
ইতিমধ্যেই সরকারের এই ক্যাম্পের মাধ্যমে ফর্ম ফিলআপ করেছেন বহু মানুষ। বলা যায় প্রায় প্রতিদিনই লম্বা লাইন পড়ছে অফিসের বাইরে। করোনার মাঝেই দূর দূর থেকে লোক এই সুবিধা পেতে কালঘাম ছোটাচ্ছেন। কিন্তু আপনার পরিবারের সকলের নাম আছে কিনা সেটি জানতে এবার আর ঝামেলার দরকার হবে না। কারণ এবার থেকে এই বিশেষ পদ্ধতিতেই জানতে পারবেন বিস্তারিত।
প্রথম ধাপে, গুগল এ গিয়ে ‘swasthya sathi’ এর সাইটে যেতে হবে। দ্বিতীয় ধাপেই, নিচের দিকে স্ক্রল করলেই বাঁ দিক দেখা যাবে URN Search অপশন ওটি ক্লিক করতে হবে। এরপর ডেটা সোর্স, আর ডিস্ট্রিক্ট আর সার্চ করতে নিজের মোবাইল নম্বর দিয়ে বা নিজের আধার নম্বর দিতে হবে। তৃতীয় ধাপে, show data অপশনে ক্লিক করতে হবে। এরপরেই দেখা যাবে পরিবারের সদস্যদের নাম এবং যাবতীয় তথ্য। ব্যাস তাহলে কিসের দেরি আর আজই দেখুন বিস্তারিত বিষয়।
Comments are closed.