আর ২৪ ঘন্টাও বাকি নেই, শুক্রবার সকালে কখন, কীভাবে জানবেন মাধ্যমিকের রেজাল্ট 

মাঝে আর একটা রাত। তার পরেই এ বছরের মাধ্যমিকের ফল প্রকাশ। শুক্রবার সকাল ১০ টায় সাংবাদিক বৈঠক করবে মধ্যশিক্ষা পর্ষদ। তার পরে ফল প্রকাশিত হবে। হাতে আর ২৪ ঘন্টাও বাকি নেই। শুক্রবার অনলাইনেই পরীক্ষার্থীরা মাধ্যমিকের রেজাল্ট জানতে পারবেন। কোন ওয়েবসাইট কীভাবে জানতে পারবেন রেজাল্ট? 

যে যে ওয়েবসাইটগুলো থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবেন, সেগুলি হল, www.wbbse.wb.gov.in অথবা http://wbresults.nic.in বা www.exametc.com । পর্ষদের দেওয়া সাইটের লিঙ্কগুলো প্রথমে খুলতে হবে। এর পর সেখানে গিয়ে রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর পরীক্ষার্থীরা তাঁদের প্রয়োজনীয় যাবতীয় তথ্য দেওয়ার পরেই নিজেদের রেজাল্ট জানতে পারবেন। 

উল্লেখ্য, এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২৩ ফেব্রুয়ারি, শেষ হয় ৪ মার্চ। আর তার চার মাসের মধ্যেই ফলপ্রকাশ। প্রতিবারে সাধারণত সকাল ৯টায় মাধ্যমিকের ফল প্রকাশ করত পর্ষদ। তারপর সকাল ১০ টা থেকে তা অনলাইনে দেখতে পারত পড়ুয়ার। তবে এবারে সকাল ১০ টায় সাংবাদিক বৈঠক হবে এবং বেলা ১২টা থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পাওয়া যাবে। 

Comments are closed.