হাওড়ায় ক্রেতা সুরক্ষা ও সবলা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সাধন পান্ডে, কর্মসংস্থানের লক্ষ্যে আরও নতুন উদ্যোগ

শুক্রবার হাওড়া জেলার ক্রেতা সুরক্ষা এবং সবলা মেলা শুরু হল। এদিন হাওড়ার উলুবেড়িয়ায় এই মেলার উদ্বোধন করলেন রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতর এবং স্বনির্ভর ও স্বনিযুক্তিমন্ত্রী সাধন পান্ডে। সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্যজুড়ে ক্রেতা সুরক্ষা মেলার আয়োজন করা হচ্ছে দফতরের পক্ষ থেকে। এদিন পাশাপাশি, সবলা মেলারও উদ্বোধন করেন মন্ত্রী সাধন পান্ডে।

সাধন পান্ডে বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে স্বনির্ভর গোষ্ঠীর কাজের ব্যাপক প্রসার ঘটানো হয়েছে, যার মাধ্যমে মহিলাদের প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আরও বেশি পরিমাণে মহিলাকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করার কথা ঘোষণা করেন মন্ত্রী। পাশাপাশি, মন্ত্রী সাধন পান্ডে বলেন, বিভিন্ন জেলায় ক্রেতা সুরক্ষা ভবন তৈরি করা হচ্ছে। যার ফলে সাধারণ মানুষ আরও দ্রুত বিচার পাবেন। মানুষের সচেতনতা বৃদ্ধি করতে একগুচ্ছ প্রচার কর্মসূচি দফতরের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। এদিন হাওড়ার উলুবেড়িয়ার এই ক্রেতা সুরক্ষা ও সবলা মেলায় প্রচুর মানুষের ভিড় হয়।

 

Comments are closed.