পুজোর মাসেই আরও একধাপ এগিয়ে যাবে হাওড়া ময়দানের মেট্রোর কাজ। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রোর ট্রায়াল রান শুরু হবে। অর্থাৎ আর মাস তিনেকের মধ্যেই গঙ্গার নিচ দিয়ে মেট্রো ছুটবে। স্বাভাবিক ভাবেই ট্রায়াল রান চলাকালীন মেট্রোতে সাধারণ যাত্রীদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে ট্রায়াল রানের খবরে খুশি হাওড়ারবাসী। মেট্রো পুরোপুরি চালু হয়ে গেলে, কয়েকলক্ষ যাত্রী উপকৃত হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, অন্যান্য রুটে ট্রায়াল রানের ক্ষেত্রে মেট্রোর নন এসি বাতিল রেক গুলো ব্যবহার করা হত। কিন্তু হাওড়া ময়দানের মেট্রোর ক্ষেত্রে তা হচ্ছে না। গঙ্গার নিচ দিয়ে লাইন পরীক্ষার জন্য মেট্রোর অত্যাধুনিক এসি রেক গুলোকেই চালানো হবে। কারণ, গঙ্গার নিচের লাইনে পুরোনো রেকগুলো চলবে না বলে মেট্রোর ইঞ্জিনিয়াররা জানিয়েছেন।
এই মুহূর্তে ট্রায়াল রানকে কেন্দ্র করে মেট্রোর অন্দরে সাজ সাজ রব। দেশের মধ্যে কলকাতাতেই প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলছে। সে দিক থেকে এটি রেলের কাছেও একটি ঐতিহাসিক মুহূর্ত। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মাঝে পড়বে দুটি স্টেশন। হাওড়া এবং মহাকরণ। হাওড়া স্টেশন থেকেই ট্রেন গঙ্গার নিচে প্রবেশ করবে।
Comments are closed.