চলতি বছরেই গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো! ডিসেম্বরেই হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে পরিষেবা শুরুর ভাবনা কর্তৃপক্ষের 

রাজ্য তো বটেই, গোটা দেশ তাকিয়ে রয়েছে কলকাতা মেট্রোর এই রুটের দিকে। ইতিমধ্যেই হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রোর ট্রায়াল রান হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই হাওড়া ময়দান থেকে নিমিষে গঙ্গার নীচ দিয়ে পৌঁছে যাওয়া যাবে এসপ্ল্যানেড। মেট্রো রেলের তরফে তেমনটাই জানানো হয়েছে।

বুধবার কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএল) ম্যানেজিং ডিরেক্টর ভি কে শ্রীবাস্তব জানিয়েছেন, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর-৫ পর্যন্ত রুটে ২০২৪-এর জুনের আগে মেট্রো রেল পরিষেবা চালু করা সম্ভব নয়। তবে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৫.২ কিলেমিটার অংশে সাধারণ যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত টানা রাস্তায় একমাত্র বাঁধা পূর্বমুখী সুড়ঙ্গের শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ২.৪ কিলোমিটার লম্বা অংশ। এই অংশের কাজ আগামী বছর অর্থ্যাৎ ২০২৪-এর মার্চ মাসের মধ্যেও শেষ হওয়া নিয়ে সংশয় রয়েছে কেএমআরসিএলের। এই ইস্ট ওয়েস্ট রুটের পুরো পরিষেবা শুরু করা না গেলেও হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো পরিষেবা শুরু করে ফেলতে চাইছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই রুটে ১২ মিনিট অন্তর মেট্রো মিলবে যাত্রীদের জন্য।

Comments are closed.