অত্যাধুনিক করা হচ্ছে হাওড়া স্টেশনকে, ২৬ বগির ট্রেন চালানোর প্রস্তুতি তুঙ্গে

অত্যাধুনিক স্টেশনে পরিণত হচ্ছে হাওড়া। এবার এই স্টেশনে ২৬ বগির ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। দিনের পর দিন বেড়েই চলেছে যাত্রী সংখ্যা। তাই হাওড়া স্টেশনে সব দূরপাল্লার ট্রেনগুলিকে ২৪ থেকে ২৬ বগি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু হাওড়া স্টেশন নয়, দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনকে অত্যাধুনিক করার সিদ্ধান্ত নিয়েছে রেল। সেইসব স্টেশনের মধ্যে নাম আছে হাওড়ার। কিন্তু হাওড়া স্টেশনে এত বেশি বগির ট্রেন চালানোয় সমস্যা দেখা দিয়েছে। কারণ হল বামুনগছি কারশেড থেকে স্টেশনে ট্রেন ঢোকার সময় দুটি ওভারব্রীজ পড়ে। একটি হল বামুনগছি ব্রিজ আরেকটি চাঁদমারী ব্রিজ। বহু পুরনো এই দুটি ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরি করার কাজ চলছে।

অন্যদিকে হাওড়া মেট্রো চালু হলে যানজট হবার সম্ভাবনা কমাবে নতুন চাঁদমারী ব্রিজ। জানা গিয়েছে, অত্যাধুনিক করতে স্টেশনে তাড়াতাড়ি ঢোকার জন্য চারপাশে এলিভেটেড রোড তৈরি করা হবে। এয়ারপোর্টের মতন বসার লাউঞ্জ করা হবে। এরফলে ট্রেনের অ্যানাউন্স হবার পর প্ল্যাটফর্মে যেতে পারবেন যাত্রীরা। হাওড়া স্টেশনের পর ব্যান্ডেল স্টেশনকে অত্যাধুনিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রেল। এইভাবে দেশের ৪০টি গুরুত্বপূর্ণ স্টেশনকে অত্যাধুনিক স্টেশন হিসেবে গড়ে তোলা হবে বলেই রেল সূত্রের খবর।

Comments are closed.