জুন মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। আগেই এমনটা জানানো হয়েছিল। তবে সেই ফল প্রকাশের সূচিতে বদল আসছে বলে খবর। জানা গিয়েছে, জুন নয় তার আগেই অর্থাৎ মে মাসেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। তেমনটাই পরিকল্পনা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদ সূত্রে খবর, ইতিমধ্যেই ৮০% শতাংশেরও বেশি উত্তর পত্র সংসদে জমা পড়ে গিয়েছে। সে কারণেই চূড়ান্ত মার্কশিট তৈরি করতে বেশি সময় লাগার কথা নয় পর্ষদের। এমনটাই জানানো হয়েছে। আর যে কারণেই রেজাল্টের দিন এগিয়ে আনা হয়েছে বলে খবর। আর যদি মে মাসেই ফল প্রকাশিত হয় তবে অন্যান্যবারের তুলনায় তা বেশ কিছুটা আগেই হতে চলেছে। যার জেরে ছাত্রছাত্রীরাও উচ্চ শিক্ষা বিষয়ে সিদ্ধান্ত নিতে বাড়তি সময় পাবেন।
প্রসঙ্গত এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১৪ মার্চ। পরীক্ষা শেষ হয় ২৭ মার্চ। এ বছর সংসদের হিসাবে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। জানা গিয়েছে চলতি শিক্ষাবর্ষে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ৮ লক্ষ।
Comments are closed.