সেবাশ্রয় শিবিরে বিপুল ভিড়, ৫০ দিনে উপকৃত সাড়ে ৭ লক্ষ মানুষ

জানুয়ারি মাসের ২ তারিখ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল সেবাশ্রয় শিবির। এই শিবিরে ৫০ দিনে উপকৃত হলেন প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ। শুক্রবার এ ব‌্যাপারে এক্স হ্যান্ডেলে জানান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডে শুরু হয়েছিল প্রথম শিবির । এই লোকসভার প্রতিটি বিধানসভায় ১০ দিন করে শিবির চলছে। বহু শিশু থেকে শুরু করে বয়স্ক নাগরিক শিবিরে অস্ত্রোপচারের পর তাঁদের স্পষ্ট দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন।

সেবাশ্রয়ের প্রতিটি স্বেচ্ছাসেবক ও চিকিৎসক মানুষের জীবনে আনন্দ আনতে তৎপর। সম্প্রতি ৯ বছর বয়সী শিশু আলতাফের জেআইএমএস হাসপাতালে বিশেষ হার্ট সার্জারি হয়েছে। জানানো হয়েছে, কোনও রোগীর ভিনরাজ্যে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে, ব্যবস্থা করতে দেরি হবে না।
সেবাশ্রয় শিবির ডায়মন্ড হারবার জুড়ে সাধারণ মানুষের মধ্যে বিপুলভাবে সাড়া ফেলেছে। শিবিরের সাফল‍্যে উচ্ছ্বসিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

Comments are closed.