পুজোর পরেই রাজ্য পুলিশে প্রচুর নিয়োগ হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বৈঠকের পর সাংবাদিকদের এই খবর জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, রাজ্য পুলিশে মোট ১২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে।
জানা গিয়েছে, পুজোর পরেই রাজ্য পুলিশে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রীর পায়ের চোটের কারণে এদিন কালীঘাটে তাঁর বাসভবনেই মন্ত্রিসভার বৈঠক বসে। সেই বৈঠকেই পুলিশে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। ১২ হাজার কনস্টেবলের মধ্যে ৪৮০০ জন পুরুষ নিয়োগ হবে। মহিলাদেরও কনস্টেবল পদে নেওয়া হবে। জানা গিয়েছে, ৩৬০০ জন মহিলাকে নিয়োগ করা হবে।
এছাড়াও এদিনের বৈঠকে ধূপগুড়িকে মহকুমা করা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন এনিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান,ধূপগুড়ি, বানারহাট – দুটি ব্লক ও ধূপগুড়ি পুরসভা নিয়ে তৈরি হবে এই মহকুমা। এর জন্য প্রশাসনিক স্তরে যে যে কাজ করা দরকার, পরিকাঠামো তৈরি করতে হবে, তা আমরা দ্রুতই করব। মানুষ তাতে অনেক বেশি সুবিধা পাবেন।
Comments are closed.