তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর। কিছুদিন আগেই তিনি চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে ইস্তফা দেন। The Bengal story প্রথম তাঁর তৃণমূলের যোগদানের সম্ভবনার খবর ব্রেক করেছিল। সেই সম্ভাবনা সত্যি করে বুধবার কালনার সভামঞ্চ থেকে তৃণমূলে যোগ দেন সস্ত্রীক হুমায়ুন কবীর।
বিস্তারিত আসছে…………
Comments are closed.