এই টুইটের জন্য আমি জেলেও যেতে রাজি, বুধবার গভীর রাতে কী টুইট করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ

শেষ তিনদিন ধরে দেখছি স্পিকার ওম বিড়লা মাইকে শুধু বিজেপির মন্ত্রীদের কথা বলতে দিচ্ছেন না। এরপর বিরোধী সদস্যদের কিছু বলতে না দিয়েই সংসদ মুলতুবি করে দেওয়া হচ্ছে। টুইট্ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। একটি টুইট করে কৃষ্ণনগরের সাংসদ আরও বলেন, গণতন্ত্রকে আক্রমণ করা হচ্ছে। যার নেতৃত্ব দিচ্ছেন স্পিকার। এমনকি এই টুইটের জন্য সাংসদ নিজে জেলে যেতে রাজি বলে জানান তৃণমূল সাংসদ।

উল্লেখ্য,আদানি ইস্যু এবং রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে উত্তাল সংসদ। এইকারণে লোকসভা মুলতুবিও হয়েছে। মঙ্গল ও বুধবার তৃণমূল সাংসদরা গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন। গৌতম আদানির সংস্থার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তৃণমূল সাংসদদের। এই বিক্ষোভে সামিল হয়েছিলেন মহুয়া মৈত্র।

 

উল্লেখ্য, লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী বলেন, ভারতীয় সংসদে মাইক খারাপ হয়না। বিরোধিদের বলতে না দেওয়ার জন্য মাইক বন্ধ করে দেওয়া হয়। কয়েকদিন আগেও অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ তুলে মহুয়া মৈত্রকে ক্ষমা চাওয়ার দাবি করেছিলেন বিজেপি সাংসদ হেমা মালিনী। তিনি বলেছিলেন, নিজেদের জিভের ওপর লাগাম থাকা উচিত।

 

 

Comments are closed.