ক্ষমতায় এসে এক দফায় ভোট করাব বাংলায়, বালুরঘাট থেকে বললেন দিলীপ ঘোষ

আমরা ক্ষমতায় এলে বাংলায় ১ দফায় ভোট হবে। জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বালুরঘাটে বিজেপির পরিবর্তন যাত্রা থেকে শনিবার দিলীপ ঘোষ জানান, বিজেপি ক্ষমতায় এলে ১ দফায় ভোট করাব। এটা মান সম্মানের ব্যাপার!

দিলীপের এই মন্তব্যে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, তিনি পদ্ধতিটাই জানেন না। ক’দফায় ভোট হবে, তা ঠিক করে কমিশন, বিজেপি না।

শুক্রবার বাংলা সহ ৫ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানে পুদুচেরি, তামিলনাড়ু এবং কেরলে ১ দফায় ভোট হবে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল অরোরা। বাংলায় ভোটগ্রহণ হবে ৮ দফায়। বাকি সব রাজ্যে ১ দফায় ভোট হলেও বাংলায় ৮ দফা ভোট কেন?

[আরও পড়ুন- ২ ও ৩ মার্চ শহরে শাহ, উত্তর ও দক্ষিণ কলকাতায় করবেন রোড-শো]

এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ভোটের নির্ঘন্ট প্রকাশ হওয়ার পরেই মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, মোদী-অমিত শাহের নির্দেশে বাংলায় ৮ দফায় ভোট হচ্ছে। মমতা ব্যানার্জির প্রশ্ন, কাকে সুবিধা দিতে বাংলায় ৮ দফায় ভোট? তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনায় যেহেতু তৃণমূলের শক্তি বেশি তাই এখানে বিজেপিকে সুবিধে পাইয়ে দিতে ৩ দফায় ভোট করছে কমিশন। এবার এই প্রসঙ্গে ঘুরিয়ে তৃণমূলকে খোঁচা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

 

Comments are closed.