যুদ্ধ নয় শান্তি চাই, এই বার্তা নিয়ে জম্মু-কাশ্মীর পাড়ি দিলেন বাংলার বাসিন্দা। দুর্গাপুরের এই বাসিন্দা পেশায় ঘুগনি বিক্রেতা। নাম শ্যামাপদ শর্মা। দুর্গাপুরের মিলন পল্লী এলাকার বাসিন্দা শ্যামাপদ শর্মা ঘুগনি বিক্রির পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজও করেন।
তিনি এইবারের সাইকেল ভ্রমণে পুলওয়ামা কাণ্ডে শহিদ বেদিতে পুষ্পাঞ্জলি দেবেন। এরপর বাড়ি ফিরে আসবেন ছয় মাস পর। তিনি জানিয়েছেন, আমি চাই গোটা বিশ্বে শান্তি ফিরে আসুক। দুর্গাপুর স্টিল টাউনশিপ বাসিন্দাদের আর্থিক সাহায্য নিয়ে এর আগেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাইকেল নিয়ে দেশ ভ্রমণে বেড়িয়েছেন শ্যামাপদ বাবু। কিন্তু বর্তমানে বিশ্বের কাছে চিন্তার বিষয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তাই শান্তির বার্তা দিতে এবার এই সাইকেল ভ্রমণ।
মিলন পল্লী এলাকায় একটি বাড়ি নিয়ে সপরিবারে থাকেন শ্যামাপদ শর্মা। ২০০৭ সাল থেকে এভাবেই সাইকেল নিয়েই সাধারণ মানুষকে সামাজিক উন্নয়নমূলক বার্তা দেন তিনি। সেই বছর পোলিও মুক্ত দেশ গড়ার বার্তা নিয়ে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন তিনি। রবিবার যাত্রার আগে দুর্গাপুর স্টিল টাউনশিপের সেকেন্ডারি এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে শ্যামাপদবাবুকে সম্বর্ধনা জানানো হয়। বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে তাঁর এই উদ্যোগ দেখে খুশি এলাকাবাসীরা। অনুষ্ঠানে উপস্থিত এক এলাকাবাসী বলেন, রোদে যেখানে মানুষের বাড়িতে থাকা কষ্টকর হচ্ছে, সেখানে শ্যামাপদ শর্মা মানুষকে শান্তির বার্তা দিতে এতটা দূরত্ব সাইকেল চালাবেন। অন্যদিকে বাংলার বাসিন্দা এই ঘুগনিবিক্রেতা বলেন, বাংলার নাম দেশের প্রতিটি প্রান্তরে ছড়িয়ে দিয়ে তিনি ফের এই মাটিতেই ফিরে আসবেন বলে জানিয়েছেন।
Comments are closed.