মানুষের দাবি যদি ন্যায্য হয়, তা পূরণে মুখ্যমন্ত্রী সবসময় তৎপর, রাজ্যে ১৬০০ অতিরিক্ত পদে শিক্ষক নিয়োগ, জানালেন ব্রাত্য বসু
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ মেনেই নিয়োগ প্রক্রিয়া চলবে। শারীরশিক্ষার জন্য ৮৫০টি এবং কর্মশিক্ষার জন্য ৭৫০টি নতুন পদ তৈরি করা হয়েছে। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে ওই পদে নিয়োগ হবে বলে জানিয়েছেন ব্রাত্য। এ দিন ব্রাত্য জানান, আপাতত ১৬০০ পদ তৈরি করা হয়েছে। আগামী দিনে পরিস্থিতি বুঝে আরও চিন্তাভাবনা হবে। মানুষের যদি ন্যায্য দাবি থাকে, তা পূরণে মুখ্যমন্ত্রী সবসময়ই তৎপর।
ব্রাত্য বসু আরও বলেন, খুব তাড়াতাড়ি পরীক্ষার তারিখ নিয়ে নোটিস দেওয়া হবে। প্রসঙ্গত, প্রায় ৬ বছর বাদে এসএসসিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের তরফে নিয়োগ সংক্রান্ত নোটিস জারি করা হয়েছে। খুব শীঘ্রই পরীক্ষার দিন, ফর্ম পূরণের দিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। তাঁর কথাতেই পদক্ষেপ করা হয়েছে।
Comments are closed.