সোমবার থেকে খুলছে জিডি বিড়লা, অশোক হল গার্লস এবং মহাদেবী বিড়লা স্কুল। তবে যেসব পড়ুয়ারা ফি দিয়েছে, তাঁরাই ঢুকতে পারবে স্কুলে। শনিবার নোটিস দিয়ে জানানো হয়েছে স্কুলের তরফে।
বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার জিডি বিড়লা, অশোক হল গার্লস ও মহাদেবী বিড়লা স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে বলে নোটিস দেওয়া হয়। পড়ুয়ারা স্কুলে গিয়ে দেখতে পায় দরজা বন্ধ। নোটিসে লেখা ছিল, আইনশৃঙ্খলা অবনতির কারণে বন্ধ করে দেওয়া হল স্কুল। পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে স্কুল বন্ধ রাখা হচ্ছে স্কুল। স্কুলের ফি বাড়ানো নিয়ে গত কয়েকদিন ধরেই প্রতিবাদ দেখাচ্ছিলেন অভিভাবকরা। স্কুলের সামনে আন্দোলনও দেখিয়েছেন তাঁরা। অবশেষে বৃহস্পতিবার বন্ধ করে দেয় স্কুল।
অভিভাবকরা দাবি করেছিলেন, স্কুল আলোচনায় বসুক। স্কুল বন্ধ করে দিলে ক্ষতি হবে পড়ুয়াদের। এদিন স্কুল খোলা হবে জানার পর এক অভিভাবক জানান, গত ৪৮ ঘন্টা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলাম। বাচ্চাদের মধ্যে মানসিক অবসাদ তৈরী হয়েছিল।
অন্যদিকে অভিভাবকদের আইনজীবী বলেন, আদলত অবমাননা করছে স্কুল। কিছু ফি হয়তো বাকি আছে। কিন্তু সেইকারণে পড়ুয়াদের পড়াশোনা থেকে বঞ্চিত করা যায়না।
Comments are closed.