এবার ডায়মন্ডহারবারে গেলে দেখতে পাবেন রোপওয়ে। দক্ষিণ ২৪ পরগণার এই জায়গার সৌন্দর্য বাড়িয়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। ডায়মন্ডহারবারে সারা বছর বহু মানুষ ভিড় জমায়। গঙ্গার ধারে শীতকালে পিকনিক করতেও দেখা যায় বহু মানুষকে। এবার এই স্থানের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে উদ্যোগী হয়েছে ডায়মন্ডহারবার পুরসভা। রাজ্য পর্যটন দফতরকে একটি প্রস্তাব দিয়েছে পুরসভা। সেখানে বলা হয়েছে, গঙ্গার ধারে একটি রোপওয়ে নির্মাণ করা হলে এই স্থানের সৌন্দর্য আরও বাড়বে।
ডায়মন্ডহারবারের কেল্লার মাঠ থেকে ফকিরচাঁদ কলেজ সংলগ্ন গঙ্গাপাড় পর্যন্ত বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। রোপওয়ের দৈর্ঘ্য হবে প্রায় ৩ কিলোমিটার। জানা গিয়েছে, ডায়মন্ডাহারবার পুরসভার কাছে রোপওয়ে বসানোর প্রস্তাব পেয়ে সেই স্থান পরিদর্শনে গিয়েছেন রাজ্য পর্যটন দফতরের আধিকারিকেরা। পুরসভা সূত্রের খবর, গঙ্গাবক্ষে রোপওয়ে বসানোর পাশাপাশি এই শহরে নিউটাউনের ইকো পার্কের আদলে একটি ইকো পার্ক গড়ে তোলার পরিকল্পনা করেছে ডায়মন্ডহারবার পুর কর্তৃপক্ষ। ফকিরচাঁদ কলেজের পিছনে পড়ে থাকা একটি ফাঁকা জমিতে ইকো-টুরিজম পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর এই খবর শোনা মাত্র আপত্তি জানিয়েছেন পরিবেশবিদদের একাংশ। এই প্রকল্পের ফলে পরিবেশের ওপর আঘাত আসবে বলে মনে করছেন পরিবশবিদরা।
বাংলায় এখন শুধুমাত্র রোপওয়ে চলে দার্জিলিং জেলায়। কলকাতার কিছু বিনোদন পার্ক ও সায়েন্স সিটিতে কিছু রোপওয়ে চললেও তা সেই স্থানেই সীমাবদ্ধ। কলকাতার কাছাকাছি ঘুরতে যাওয়ার জায়গা ডায়মন্ডহারবার। তাই সেই স্থানের শোভা বাড়িয়ে তুলতে উদ্যোগী হয়েছে ডায়মন্ডহারবার প্রশাসন। বেশি সংখ্যায় পর্্যটক এলে আয়ের পথ ভালো হবে। তাই এই উদ্যোগ বলেই জানা গিয়েছে।
Comments are closed.