নববর্ষে ভুরিভোজ করতে হলে যেতে হবে অ্যাক্রোপলিস মলে

শনিবার নববর্ষ। আর নববর্ষের আগেই অ্যাক্রোপলিস মলে শুরু হয়েছে ‘নববর্ষের ভুরিভোজ ‘। ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে খাদ্য উৎসব। ১৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে খাদ্য উৎসব।

 

খাদ্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার শ্রী কে ভিজয়ন এবং সঙ্গীতশিল্পী সৌমিত্র রায়। খাদ্য উৎসবে রয়েছে মিত্র ক্যাফে, নিউ ভারত সুইটস, বাংলার দই, ভোজন বিলাসী। মেনুতে রয়েছে ভেটকি পাতুরি, ইলিশ মাছের কচুরি, ইলিশ বিরিয়ানি সহ আরও অনেক কিছু।

 

নলেন গুড়ের পায়েস, নলেন গুড়ের পাটিসাপটা, আইস ক্রিম পিঠে, চকোলেট পাটিসাপটা, বাটার ভেটকি পাটিসাপটা। রয়েছে রকমারি পান। সব ধরনের ভোজনরসিকদের কথা ভেবে নানান রেস্তোরাঁগুলি তাদের খাদ্য নিয়ে হাজির নববর্ষের ভুরিভোজে। রয়েছে মটন এবং চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস এবং কলকাতার চিকেন কষা। নববর্ষে খাদ্য রসিক বাঙালি ভুরিভোজ করতে চাইলে যেতেই হবে অ্যাক্রোপলিস মলে শুরু হয়েছে নববর্ষের ভূরিভোজে।

Comments are closed.