ভয়াবহ দুর্ঘটনায় পড়ল উত্তরবঙ্গের আইজি দেবন্দ্রপ্রকাশ সিংহের গাড়ি। গুরুতর আহত হয়েছেন তিনি। বর্তমানে তাঁকে এবং এসপি ট্রাফিক আবদেশ পাঠককে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ওই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের প্রত্যেককে হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাচ্ছেন উত্তরবঙ্গের আইজি দেবন্দ্রপ্রকাশ সিংহ। তাঁর সঙ্গে একই গাড়িতে এসপি আবদেশ পাঠক সহ ড্রাইভারকে নিয়ে চারজন ছিলেন। সূত্রের খবর, মালবাজারে ডামডিমে একটি পেট্রোল পাম্পের কাছে অন্য একটি গাড়ির সঙ্গে সজোরে পুলিশের গাড়িটি ধাক্কা লাগে। গাড়ির গতি এতটাই ছিল যে, ধাক্কার পর সেটি বার তিনেক পাল্টি খায়। গাড়িতে থাকা চারজনই গুরুতর আহত হয়েছেন।
প্রাথমিক চিকিৎসার পর আইজি এবং এসপি’কে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক নয়, তবে ৭২ ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না। যে গাড়িটির সঙ্গে ধাক্কা লেগেছে ইতিমধ্যেই তার চালককে আটক করা হয়েছে।
Comments are closed.