কয়েকদিন আগেই খবর হয়েছিল দেশীয় কিছু কোম্পানি বেশ কয়েকজন আইআইটি পড়ুয়াকে কোটি টাকা বার্ষিক বেতনের চাকরি দিয়েছে। এবার দেখা গেল সেই তালিকায় নাম রয়েছে ২২ বছর বয়সের শেখ ইজাজুর রহমানের।
পূর্ব মেদিনীপুরের ভোগপুরের খন্ডখোলা অঞ্চলের চাকদহ গ্রামের বাসিন্দা সে। তাঁর বেতন হচ্ছে বার্ষিক ১ কোটি ২০ লক্ষ টাকা।
সফটওয়্যার ডেভেলপার পদে চাকরি পেয়েছেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডুয়াল ডিগ্রী কোর্সের অন্তিম বর্ষের ছাত্র শেখ ইজাজুর রহমান। বাবা শেখ ওয়াসেফউর রহমান কামিনাচক হরিচরণ এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ইজাজুরের মা হলে একজন গৃহবধূ।
সাধারণত বিদেশী কোম্পানিগুলি আইআইটি থেকে পড়ুয়াদের প্রচুর টাকা বেতনে নিয়োগ করে। কিন্তু এবার দেখা গেল দেশীয় কোম্পানি আইআইটি থেকে কোটি টাকার বেতনে পড়ুয়াদের নিয়োগ করছে। ইজাজুর জানিয়েছেন, আমি এতটা আশা করিনি। আমার ইচ্ছে ছিল গুগল ,মাইক্রোসফট এ সব কোম্পানিতে যাওয়ার। প্লেসমেন্ট শুরুর আগে আমি গুগল ডাইওয়ান থেকে অফার পেয়েছিলাম। কিন্তু ঘটনাচক্রে এটা হয়ে গেল। তিনি আরও জানিয়েছেন, আইআইটিতে পড়া মানেই কোটি টাকার চাকরি নয়। আমি ৩০ লক্ষের চাকরি আশা করেছিলাম।
মধ্যবিত্ত পরিবারের ছেলে ইজাজুর গ্রামের সরকারি স্কুল থেকেই অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তমলুক হ্যামিল্টন হাইস্কুলে পড়েছেন। ২০১৭ সালে উচ্চমাধ্যমিক পাশ করে আইআইটিতে ভর্তি হওয়ার সুযোগ পান।
জানা গেছে, খড়গপুর ক্যাম্পাস থেকে ৭ জন পড়ুয়া বার্ষিক ১ কোটি ২০ লক্ষ টাকা বেতনে চাকরি পেয়েছে। করোনা আবহে মন্দার বাজারেই চাকরির বেতন বার্ষিক এক কোটি টাকা শুনে আশাবাদী বাংলার পড়ুয়ারা।
Comments are closed.