১৮ জুন ১০০ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। আগেই জানা গিয়েছিল, মায়ের সঙ্গে দেখা করতে ওই দিন গুজরাটে থাকবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মায়ের জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। এবার জানা গেল, হীরাবেন মোদীর নামে একটি রাস্তার নামকরণ করা হবে। গুজরাতের গান্ধীনগর পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। রায়সান এলাকার ৮০ মিটার লম্বা এই রাস্তার নাম পূজ্য হীরাবা মার্গ।
গান্ধীনগরের রায়সানে ছোট ছেলে পঙ্কজ মোদীর সঙ্গে থাকেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। ওই এলাকার প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর মাকে স্মরণীয় করে রাখতে এই রাস্তার নাম হীরাবেন মোদীর নামে। মায়ের জন্মদিন উপলক্ষ্যে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আহমেদাবাদে জগন্নাথ মন্দিরে একটি গণ আহারের আয়োজন করা হয়েছে। হটকেশ্বর মহাদেব মন্দিরে হীরাবেনের দীর্ঘায়ু কামনার যজ্ঞও করা হবে। এইসবের আয়োজন করেছেন মোদীর ভাই পঙ্কজ মোদী। ওই দিন পাভাগড় মন্দির পরিদর্শনের পর ভাদোদরায় একটি সমাবেশে ভাষণ দেবেন মোদী। উল্লেখ্য, এর আগে শেষ মার্চ মাসে মায়ের সঙ্গে দেখা করেছেন মোদী। এরপর
Comments are closed.