কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড উত্তরবঙ্গের একাধিক জায়গা, দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা

মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড উত্তরবঙ্গের একধিক জায়গা। বিশেষ করে ধূপগুড়ি ও তুফানগঞ্জে ঝড়ের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। উপড়ে গিয়েছে গাছ, ইলেকট্রিক খুঁটি। এলাকায় বিদ্যুৎ সরবরাহ নেই। ঝড়ে ক্ষতি হয়েছে জমির ফসলের। ফালাকাটা- ধূপগুড়ি জাতীয় সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ধূপগুড়ি পুর এলাকার ১ ও ৯ নম্বর ওয়ার্ডে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়ির। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ওন্যদিকে বুধবার রাতে মাত্র দশ মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে বহরমপুর ও বহরমপুর লাগোয়া বিস্তীর্ণ এলাকা। বহু জায়গায় উড়ে গিয়েছে বাড়ির চাল। উপড়ে গিয়েছে প্রচুর গাছ। বিদ্যুতের তার ছিঁড়ে বহরমপুর শহরে বেশ কিছুক্ষণের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। রাতেই বিদ্যুৎ কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতির মোকাবিলা করে। গাছ ভেঙে পড়ায় কান্দি-বহরমপুর রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাছগুলো সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

Comments are closed.