খাদির প্রসারে একগুচ্ছ পরিকল্পনা রাজ্যের, সোলার চরকা দেওয়া হবে শিল্পীদের

খাদি শিল্পের প্রসারে নতুন একাধিক উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। কর্মী নিয়োগ থেকে শুরু করে খাদি বস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন প্রান্তে আউটলেট তৈরি এবং কম মূল্যে সাধারণ মানুষের হাতে খাদির জিনিসপত্র তুলে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

খাদি শিল্পীদের কাজের সুবিধার জন্য সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে সোলার চরকা প্রদানে। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় ক্লাস্টারগুলিতে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের পক্ষ থেকে সোলার চরকা প্রদান করা হবে। তাতে শিল্পীদের পরিশ্রম কমবে এবং উৎপাদন কম সময়ের মধ্যে করা যাবে। কোন জেলায়, কোন জেলা কার্যালয় ও ক্লাস্টারে সোলার চরকা দেওয়া হবে, তা নিয়ে পর্যালোচনা বৈঠক শুরু করে দিয়েছেন পর্ষদের কর্তারা। শিল্পীদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের আরও কিছু ভাবনা চিন্তা রয়েছে।

সরকার সিদ্ধান্ত নিয়েছে, খাদি মার্ট নামে ১৫টি স্টল তৈরি করা হবে। বাঁকুড়ায় সরষের তেলের একটি ইউনিট, দার্জিলিংয়ে মধু এবং বাদামের একটি প্রজেক্ট, নদীয়া ও বীরভূমে রেডিমেড জামাকাপড়ের একটি হাব তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

Comments are closed.