ভোটে সংবাদমাধ্যমকে ঢুকতে বাধা, রিপোর্ট তলব কমিশনের, সাংবাদিকরা অবাধে সব জায়গায় খবর করতে পারবে জানায় কমিশন
লিখিত নির্দেশ ছাড়াই আসানসোলের বারাবনিতে সংবাদমাধ্যমের গাড়ি আটকানোর অভিযোগ। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। লিখিত নির্দেশ ছাড়াই বারাবনিতে আধঘণ্টার জন্য সংবাদমাধ্যমকে আটকায় পুলিশ।
মঙ্গলবার আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হতেই বারাবনিতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এরপরেই সংবাদমাধ্যমকে ঢুকতে বাধা দেয় পুলিশ। আটকে দেওয়া হয় সংবাদমাধ্যমের গাড়ি। কেন আটকে দেওয়া হচ্ছে তাঁদের? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে এক পুলিশ আধিকারিক জানান, জেলাশাসকের নির্দেশে আটকে দেওয়া হচ্ছে। এই বিষয়ে সাংবাদিকরা লিখিত প্রমাণ দেখতে চাইলে ওই পুলিশ আধিকারিক জানান, মুখেই এই নির্দেশ দেওয়া হয়েছে। এরপর প্রায় আধঘণ্টা পর সংবাদমাধ্যমের গাড়িকে এলাকায় যেতে অনুমতি দেওয়া হয়। এই ঘটনায় সংবামাধ্যমকে ফ্রি মুভমেন্ট করতে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। সাংবাদিকরা অবাধে সব জায়গায় খবর করতে পারবে বলেও নির্বাচন কমিশন জানিয়েছেন। ৩০ মিনিট পরে সাংবাদিকদের আবার যাওয়ার অনুমতি দেয় পুলিশ।
Comments are closed.