কিডনি দাতা হিসেবে বাড়িতে এসে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিল এক যুবক। যদিও পালিয়ে বাঁচতে পারেনি ওই যুবক। উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। বুধবার বিধাননগর মহকুমা আদালতে তাকে পেশ করে পুলিশ। কিন্তু কীভাবে হল এই ঘটনা?
খবরের কাগজে কিডনি চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন কলকাতার লেকটাউনের বাসিন্দা অমিত কুমার মোদী। তিনি নিজের ছেলের জন্য এই বিজ্ঞাপন দিয়েছিলেন। যোগাযোগের জন্য বিজ্ঞাপনে দেওয়া হয়েছিল ফোন নম্বর। ওই ফোন নম্বরে যোগাযোগ করে উত্তরপ্রদেশের এই প্রতারক যুবক আজিজুল শেখ। লেকটাউনের বাড়িতে আসে সে। পরিবারের সঙ্গে ভাব জমিয়ে নেয়। এরপর দেখা যায় কিডনি দেওয়া তো দূরের কথা উল্টে ওই পরিবারের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে গা ঢাকা দিয়েছে ওই যুবক। বিষয়টি থানায় জানিয়ে অভিযোগ দায়ের করে ওই পরিবার। তদন্তে নেমে পুলিশ উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করে ওই যুবককে।
জানুয়ারি মাসের ৬ তারিখে প্ৰথম আজিজুলের সঙ্গে কথা হয় অমিত কুমার মোদীর। এরপর ২১ জানুয়ারি লেকটাউনে অমিতবাবুর ফ্ল্যাটে আসে আজিজুল। এরপরের দিনই বেপাত্তা হয়ে যায় আজিজুল। অমিত বাবু দেখতে পান সোনার গয়না সহ নগদ দেড় লক্ষ টাকা, দুটি এটিএম কার্ড ও ৪টি ক্রেডিট কার্ড খোয়া গেছে।
পুরো বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। কিসের বিনিময়ে আজিজুল নিজের কিডনি দান করতে চেয়েছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Comments are closed.