রাজ্যে স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হয়েছে। কিন্তু এরমধ্যে সোমবার থেকে খুলে যাচ্ছে কয়েকটা স্কুল। বিশপ হাউস অনুমোদিত স্কুলগুলি সোমবার থেকেই খুলে যাচ্ছে। লা মার্টিনিয়ার, প্র্যাট মেমোরিয়াল, সেন্ট থমাস, ইউনিয়ন চ্যাপেল স্কুল সহ মোট ১৪ টি স্কুল সোমবার থেকে খুলে যাচ্ছে।
একটি নির্দেশিকা জারি করে বিশপ হাউস জানিয়েছে একথা। বলা হয়েছে, সরকারি নির্দেশিকা কে সম্মান জানানো হয়েছে। কিন্তু গরম এখন অনেকটাই কম। তাই এখন স্কুল খোলার সঠিক সময় এসেছে। পরে আবার খুব বেশি গরম পড়লে বন্ধ করে দেওয়া যাবেন। কিন্তু আপাতত খোলা হবে স্কুল।
উল্লেখ্য, এই মাসের ১৬ জুন রাজ্যে সব স্কুল খুলে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রবল গরমে উত্তর ২৪ পরগণাযর পানিহাটিতে কয়েকজনের মৃত্যুর পর, মুখ্যমন্ত্রী এই গরমে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করেন। শিক্ষামন্ত্রীকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন তিনি। রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, গরমের ছুটি বাড়ানো হবে। ২৬ জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানো হয়। সিবিএসসি বোর্ডগুলিকেও এই নির্দেশ মানার জন্য জানানো হয়েছিল।
Comments are closed.