চিঠিতে রাজ্যকে সাহায্যের আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের

রাজ্যে করোনা মোকাবিলায় তৎপর হয়ে প্রধানমন্ত্রীকে লেখা মমতা ব্যানার্জির চিঠির উত্তর দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

মমতাকে তিনি লিখেছেন রাজ্যের বেশকিছু এলাকায় কোভিড সংক্রণের হার ৪০ শতাংশের বেশি। সেই জায়গায় নমুনা পরীক্ষা বাড়ানো প্রয়োজন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির ছবি নিজেই টুইটে শেয়ার করেছেন হর্ষবর্ধন।

তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তাই বেশি করে নমুনা পরীক্ষা করার ফলে কোভিডের উৎস খুঁজতে সুবিধা হবে। এছাড়াও তিনি জানিয়েছেন, কোভিডের শুরু থেকে প্রতিশ্রুতি মত কেন্দ্র রাজ্যগুলিকে অক্সিজেন সহ ভ্যাকসিন প্রদান করেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দাবি, বাংলায় এখনও পর্যন্ত ১ কোটি ১৮ লক্ষ ৮৩ হাজার ৩৪০ ডোজ ভ্যাকসিন পাঠানো হয়েছে। এরপর আরও ২ লক্ষ ভ্যাকসিন পাঠানো হবে বলে জানানো হয় চিঠিতে। ভ্যাকসিন ছাড়াও বাংলাকে ১৮ লক্ষ ৩৮ হাজার এন-৯৫ মাস্ক, ৪ লক্ষ ৮৪ হাজার পিপিই কিট , ১ হাজার ২৪৫ টি ভেন্টিলেটর ছাড়াও সাড়ে ৪৩ লক্ষ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট পাঠিয়েছে কেন্দ্র বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ৯৪ হাজার ৪০০ ভায়াল রেমডেসিভির বাংলার জন্য বরাদ্দ হয়েছে।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথের পরই ভ্যাকসিন, অক্সিজেন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মমতা ব্যানার্জি। মমতা দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার আবেদন করেছিলেন। হাসপাতালে বেড, অক্সিজেন, ওষুধ, বাড়ানোর আবেদন করেছিলেন।

Comments are closed.