লক করে দেওয়া হল কংগ্রেসের ৫ নেতা সহ অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট

রাহুল গান্ধীর পর এবার লক করা হল কংগ্রেসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট। বৃহস্পতিবার ইনস্টগ্রাম পোস্ট করে এমন অভিযোগ আনল কংগ্রেস। ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনেছে কংগ্রেস। ইনস্টাগ্রামে কংগ্রেসের তরফে বলা হয়, মোদীজি, আপনি আমাদের ভয় পেয়েছেন। দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে কংগ্রেস। সত্য এবং অহিংসাকে হাতিয়ার করে আমরা আবার জিতব।

পাশাপাশি কংগ্রেসের আরও ৫ নেতার টুইটার অ্যাকাউন্ট লক করা হয়েছে বলে অভিযোগ। বিধি ভঙ্গের অভিযোগে এই পাঁচ নেতার টুইটার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস। তাঁরা হলেন কংগ্রেসের মিডিয়া প্রধান রণদীপ সূরযওয়ালা, দলের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন, নেতা মানিকাম ঠাকুর, অসমের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র সিং ও মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব।

কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রের সমালোচনা ও রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট লক করে দেওয়ার প্রতিবাদ জানাতেই তাঁদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এবং ৫ বর্ষীয়ান নেতার টুইটার অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে।

Comments are closed.