করোনা ঠেকাতে অব্যর্থ গোমূত্র! BJP বিধায়কের পরামর্শ ভিডিও ভাইরাল

কীভাবে আর কখন পান করতে হবে গো মূত্র, তাও জানিয়েছেন ভিডিওতে

গোমূত্র পান করলেই ঠেকানো যাবে করোনা সংক্রমণ। দেশে করোনা সংক্রমণের গ্রাফ যখন আকাশ ছুঁয়েছে। তখন সংক্রমণ আটকাতে বাজারে ঘুরে ফিরে এলো সেই পুরনো টোটকা। করোনা ঠেকাতে গোমূত্র পানের পরামর্শ দিলেন, উত্তরপ্রদেশের বালিয়া জেলার বইরিয়ার বিজেপির বিধায়ক সুরেন্দ্র সিংহ।

কীভাবে আর কখন পান করতে হবে গো মূত্র, তাও জানিয়েছেন ভিডিওতে। বিধায়কের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

‘গো করোনা গো’ স্লোগান থেকে শুরু করে থালা বাজানো, করোনাকে পুজো করা বা ভাবিজি পাঁপড়… করোনার প্রথম ঢেউয়ের সময় ওষুধ হিসেবে দাবি করে ব্যাপক বিতর্ক বাধিয়েছিলেন বিভিন্ন স্তরের বিজেপি নেতা কর্মী। গত বছর গোমূত্র পান করার পার্টি তোলপাড় ফেলে দিয়েছিল। এবার সেই সুরে সুর মেলালেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কও।

ভিডিওতে সুরেন্দ্র সিংহকে গোমূত্র পান করতে দেখা যাচ্ছে। সুস্থ থাকতে কীভাবে গোমূত্র পান করতে হবে তাও তিনি বলছেন। সুরেন্দ্রের দাবি, গোমূত্র কোভিড-১৯ সংক্রমণ রুখতে অব্যর্থ ওষুধ। তবে শুধু করোনাই ঠেকাবে না, শরীরকে চাঙ্গাও রাখবে। দিনে ১৮ ঘণ্টা কাজ করার পর তিনি গোমূত্র পান করে একদম সুস্থ রয়েছেন বলে দাবি তাঁর।

ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, সকালে খালি পেটে গোমূত্র খাওয়া উচিত। পদ্ধতি হল, এক গ্লাস জলে দুই থেকে তিন চামচ গোমূত্র মিশিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, গো-মূত্র পান করার পর কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক ঢোকে সেই জল উদরস্থ করার পর আধ ঘন্টা অন্য কিছু খাওয়া যাবে না।

দিকে দিকে যখন মৃত্যুর হাহাকার। চিকিৎসাশাস্ত্র লড়াই করছে একেবারে সামনে দাঁড়িয়ে। তখন অবৈজ্ঞানিক টোটকা নিয়ে সামনে এলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সুরেন্দ্র সিংহ।

Comments are closed.