একটানা বৃষ্টিতে ধস সিকিমে, আটকে বহু পর্যটক

একটানা বৃষ্টি ধস নেমেছে সিকিমে। আটকে রয়েছেন বহু পর্যটক। সিকিমের পাশাপাশি ভুটানেও প্রচুর বৃষ্টির হওয়ার ফলে ডুয়ার্সে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও চলছে একটানা বৃষ্টি। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়ে দিয়েছে আইএমডি।

উত্তর সিকিমের বেশ কয়েকটি জায়গায় ধস নামার ফলে আটকে রয়েছেন বহু পর্যটক। বহু পর্যটক লাচেন, লাচুং এবং চুংথাংঙে আটকে পড়েছেন। লাচেন এবং লাচুংয়েও রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এরফলে আটকে পড়েছেন পর্যটকরা। চুংথাং থেকে লাচুং এবং লাচেন যাওয়ার রাস্তাও বন্ধ হয়েছে ধসে। বুধবার থেকে প্রায় ৫০০ জন পর্যটক আটকে পড়েছেন। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে তাঁদের মধ্যে ৩০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। প্রায় ৭০টি গাড়িতে ২০০ জনের মতন পর্যটক আটকে রয়েছেন। সিকিমের মানগানের বিভিন্ন জায়গায় ধস নামার ফলে গ্যাংটক আসার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। উদ্ধার হওয়া পর্যটকদের গ্যাংটকের একটি গুরুদ্বারে রাখা হয়েছে। সিকিম পুলিশ এবং আইটিবিপি জওয়ানরা উদ্ধারের কাজে নেমে পড়েছেন। দার্জিলিং-এর পাহাড়েও প্রবল বৃষ্টির জেরে ধস নামার পূর্বাভাস রয়েছে।

Comments are closed.