মণিপুর নিয়ে এবার রাষ্ট্রপতির দরবারে যেতে চায় ‘INDIA’ জোট; দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট জমা দিতে চান বিরোধীরা
প্রায় আড়াই মাস হয়ে গেল কার্যত জ্বলছে মণিপুর। অগ্নিগর্ভ পরিস্থিতির থামার কোনও লক্ষণই নেই প্রায়। এই অবস্থায় মণিপুর নিয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে চান ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা।
সম্প্রতি অধীর চৌধুরীর নেতৃত্বে ১৬টি বিরোধী দলের প্রতিনিধিরা মণিপুর সফর করে এসেছেন। সেখানে শরণার্থী শিবিরে থেকে শুরু করে ঘটনাস্থল ঘুরে দেখেন ২০ জনের প্ৰতনিধি দল। সেই রিপোর্ট এবার তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দিতে চান বলে খবর।
উল্লেখ্য মণিপুর নিয়ে ক্রমাগত কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধী দলগুলো। এ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা থেকে শুরু করে একের পর এক পদক্ষেপ করেছে তারা। প্ৰধানমন্ত্রীর বিবৃতি চেয়ে প্রায় রোজই সংসদ কক্ষ উত্তাল হয়ে উঠছে। এর মধ্যেই ফের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটি অংশ।
Comments are closed.