ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ, শহরে যান চলাচল নিয়ন্ত্রণ, বন্ধ একাধিক রুট, গাড়ি পার্কিং-এ নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ। এই ম্যাচ হবে ইডেন গার্ডেনে। ম্যাচ ঘিরে কলকাতাবাসীর উম্মাদনা তুঙ্গে। ম্যাচের জন্য রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ। কোন কোন জায়গায় গাড়ি পার্কিং-এর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১০ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত ময়দান এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, এজিসি বোস রোড, ক্যাথিড্রাল রোড ছাড়া বেশকিছু রাস্তায় পণ্যবাহী গাড়ি চলবে না। যান চলাচল বন্ধ রাখা হবে ক্ষুদিরাম বসু রোড, নর্থ ব্লুক অ্যাভিনিউ, গোষ্টপাল সরণীতে।

গোষ্ঠ পাল সরণী, ক্ষুদিরাম বসু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, গুরু নানক সরণী ও ডাফরিন রোডে গাড়ি পার্কিং করা যাবে না। কিছু রুট বদল করা হয়েছে। দক্ষিণ কলকাতার দিক থেকে আসা বাসগুলিকে মেয়ো রোড ও জে এল নেহরু রোড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। উত্তর ও পূর্ব কলকাতার দিক থেকে আসা বাসগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে। রাস্তা ঘুরিয়ে দেয়া হবে হাইকোর্টগামী গাড়িগুলিকে। ওকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রো দিয়ে গাড়ি যাবে। এদিনের ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুড়বে ভারত।

Comments are closed.