ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চান, সেই সঙ্গে মোটা বেতনও? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের সেনাবাহিনীতে চাকরির জন্য বড় সুযোগ দিচ্ছে ভারতীয় সেনা। সম্প্রতি সেনা বাহিনীর তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনে এমনটাই জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মূলত সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সাইয়েন্স ও ইঞ্জিনিয়ারিং, এমমসি কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন সহ একাধিক ক্ষেত্রে নিয়োগ করবে ভারতীয় সেনা।
আবেদনের জন্য প্রার্থীদের বয়েস ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এবং ২০২৩ এর ১ জানুয়ারির মধ্যে কোনও ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করতে হবে। উল্লেখযোগ্য বিষয়, এই আবেদনের জন্য প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। ৯ জুন ২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আরও জানা গিয়েছে, নিয়োগ হবে মূলত PET, SSB ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে। সাধারণ ভারতীয় সেনাবাহিনীর টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্সের নিয়োগের অধীনে প্রতিমাসে ৫৬ হাজার থেকে ১.৭৭ লাখ টাকা পর্যন্ত বেতন হয়। আগ্রহীরা আবেদনের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন, joinindianarmy.nic.in এই ওয়েব সাইটে গিয়ে।
Comments are closed.