৩ মাসের ব্যবধানে ফের বিশ্বের ১ নম্বর দাবাড়ু কার্লসেনকে হারালেন ভারতীয় খুদে দাবাড়ূ প্রজ্ঞানানন্দ

মাত্র তিন মাসের ব্যবধানে ফের ম্যাগনাস কার্লসেনকে হারালেন ১৬ বছরেরে আর প্রজ্ঞানানন্দ

বিশ্বের ১ নম্বর দাবাড়ু কার্লসেনকে হারিয়ে আগেই ইতিহাস রচনা করেছিলেন ১৬ বছরের খুদে ভারতীয় দাবাড়ু। ফের কার্লসেনকে হারিয়ে দিলেন তামিলনাড়ুর বাসিন্দা দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানানন্দ। শুক্রবার অনলাইন র‌্যাপিড দাবা প্রতিযোগিতা চেজেবল মাস্টার্সের পঞ্চম রাউন্ডে কার্লসেনকে হারিয়েছেন প্রজ্ঞানানন্দ। এই প্রতিযোগিতায় নকআউটে উঠে যেতে পারেন প্রজ্ঞানানন্দ। এখন ১২ পয়েন্ট আছে এই ভারতীয় খুদের ঝুলিতে। য়ার তাঁর কাছে হেরে গিয়েও দ্বিতীয় স্থানে রয়েছেন কার্লসেন।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে অনলাইন র‍্যাপিড চেসের এয়ারথিংস মাস্টার্স টুর্নামেন্টে বাজিমাত করেন প্রজ্ঞানানন্দ। এয়ারথিংস মাস্টার্সে প্রথম বার কার্লসেনকে হারান তিনি। তখন এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছিলেন খুদে দাবাড়ুকে। তিনি টুইটে লিখেছিলেন, ভবিষ্যতের জন্য প্রজ্ঞানানন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আনন্দ, হরিকৃষ্ণের পর প্রজ্ঞানানন্দই তৃতীয় ভারতীয়, যিনি কার্লসেনকে হারিয়েছিলেন সেইবার। ২০১৮ সালে মাত্র ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন প্রজ্ঞানানন্দ। বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার সে। আর বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার ইউক্রেনের সার্গেই করজাকিন।

Comments are closed.