সোমবার থেকে অগ্নিবীরের জন্য আবেদন পত্র গ্রহণ শুরু করল নৌ-সেনা। ভারতীয় নৌবাহিনীর ওয়েবসাইটে আবেদন সংক্রান্ত খুঁটিনাটি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ২০০ টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে ৪০ টি পদ। শূন্যপদগুলি হল, এমআর স্টুয়ার্ট, এমআর শেফ এবং এমআর হাইজিনিস্ট।
joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। ওয়েব সাইটে অগ্নিবীরে আবেদনের জন্য একটি লিঙ্ক রয়েছে। ওই লিঙ্ক গিয়ে আবেদন করতে হবে। অনলাইনেই আবেদন ফি জমা দেওয়া যাবে। অগ্নিবীরের জন্য আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই।
নূন্যতম মাধ্যমিক পাশ প্রয়োজনীয়। মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ওপরের ভিত্তি করেই প্রাথমিক তালিকা প্রস্তুত হবে। এরপর নির্বাচিতদের লেখা পরীক্ষা দিতে হবে। লেখার পর শারীরিক যোগ্যতারও পরীক্ষা হবে। তবে লেখা পরীক্ষা বা শারীরিক পরীক্ষার তারিখ এখনও জানানো হয়নি।
উল্লেখ্য, অগ্নিবীর প্রকল্প নিয়ে এখনও কেন্দ্রের সমালোচনায় মুখর বিরোধী দলগুলি। বিতর্কের মধ্যেই ভারতীয় সেনায় একাধিক শাখায় অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র।
Comments are closed.