বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর নাম প্রস্তাব করেছেন। সব ঠিক থাকলে অজয় বাঙ্গার প্রথম ভারতীয় হিসেবে ওই পদে আসীন হতে চলেছেন।
এতদিন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন ডেভিড মালপাস। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নাম প্রস্তাব করেছিলেন। আগামী বছর মালপাসের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই সবাইকে চমকে দিয়ে প্রেসিডেন্ট পদে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন মালপাস। তারপরেই অজয় বাঙ্গার নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে।
পুণেতে জন্ম অজয় বাঙ্গার। তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসার। ৬৩-এর অজয় বাঙ্গার মাস্টারকার্ডের চিফ এক্সিকিউটিভ ছিলেন। এছাড়াও নেসলে, পেপসির মতো একাধিক কোম্পানির দায়িত্ব সামলেছেন। বর্তমানে জেনারেল ইকুইটি নামে একটি মার্কিন সংস্থার ভাইস চেয়ারম্যান। অজয় বাঙ্গার নাম প্রস্তাব করে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইতিহাসের এই কঠিন সময় ওয়ার্ল্ড ব্যাঙ্ককে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি হচ্ছেন অজয় বাঙ্গার। তিন দশকের বেশি সময় ধরে তিনি বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য সমস্যা মোকাবিলারও ক্ষমতা রয়েছে তাঁর।
Comments are closed.