পরাগ গিয়েছেন, ট্যুইটার ঢেলে সাজাতে মাস্ককে সাহায্য করছেন শ্রীরাম; চেনেন এই ভারতীয়  বংশোদ্ভূতকে? 

ট্যুইটার কিনেই সিও ভারতীয় বংশোদ্ভূত পরাগ আহরওয়ালকে ছেঁটে ফেলেছেন এলন মাস্ক। যা নিয়ে দেশে এখনও চর্চা চলছে। এর মধ্যেই জানা গেল, ট্যুইটার ঢেলে সাজাতে মার্কিন ধনকুবেরকে সাহায্য করছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণাণ। সম্প্রতি শ্রীরাম নিজেই ট্যুইট করে সে’কথা জানিয়েছেন। আর তারপরেই শ্রীরাম কৃষ্ণাণকে নিয়ে কৌতূহল শুরু হয়েছে নেট পাড়ায়। 

গত বছর The New York Times-এর এক সাক্ষাৎকার থেকে জানা যায়, আদতে চেন্নাইয়ের বাসিন্দা শ্রীরাম কৃষ্ণাণ। বড় হয়েছেন মধ্যবিত্ত পরিবারে। বর্তমানে তিনি ‘Andreessen Horowtize (aI6z)’. একটি সংস্থার জেনেরল পার্টনার। এছাড়াও একাধিক পেশার সঙ্গে যুক্ত তিনি। 

এর আগে একই সঙ্গে ট্যুইটার, মেটা এবং সন্যাপ তিনটে সংস্থারই প্রডাক্ট এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের দায়িত্ব সামলেছেন। ২০১৭ সাল থেকে ২০১৯ পর্যন্ত ট্যুইটারের কনসিউমার প্রডাক্ট টিমের প্রধান ছিলেন। এর পাশপাশি শ্রীরামের সংস্থা ‘Andreessen Horowtize (aI6z)’ একাধিক স্টার্টআপ কোম্পানিতে বিনিয়োগ করে থাকে। Notion, Cameo, Coda, Scale.ai, Space, Cred, kahatabook নামে একাধিক কোম্পানির অন্যতম বিনিয়োগকারী তিনি। 

মাস্ক মালিকানা পাওয়া পর, শ্রীরাম একটি ট্যুইটে জানিয়েছেন, “মাইক্রো ব্লগিং সাইটিকে ঢেলে সাজাতে প্রাথমিককেভাবে তিনি এলন মাস্ককে সাহায্য করছেন।” সেই সঙ্গে তাঁর সংযোজন, ” আমি বিশ্বাস করি এরকম একটি কোম্পানি গোটা দুনিয়াকে প্রভাবিত করবে এবং এলন সফলভাবে এটি করতে পারবে।” 

 ২০১৭-১৯ ট্যুইটারের দায়িত্বে থাকাকালীন বেশকিছু নতুন প্রডাক্ট লঞ্চ করেছিলেন, প্রযুক্তিগত ভাবে সাইটিতে একাধিক পরিবর্তন এনেছিলেন শ্রীরাম। যা থেকে ট্যুইটার ওই দু’বছরে ২০% গ্রোথ করেছিল। শ্রীরামের আরও একটি ‘কীর্তি’, সন্যাপ এবং ফেসবুকের জন্য নানা ধরণের মোবাইল এড প্রডাক্ট তৈরি করেছিলেন। এছাড়াও ফেসবুক বিজ্ঞাপনের জন্য Facebook Audience Network নামে একটি বৃহত্তম নেটওয়ার্ক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। 

শ্রীরাম কৃষ্ণাণ-এর আরও একটি চমকপ্রদ দিক হল, তিনি এবং তাঁর স্ত্রী আরতি রামমূর্তি মিলে ইউটিউব চ্যানেল চালান। যার নাম ‘দি গুড টাইম শো’। যেখানে এলন মাস্ক, ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ-এর মতো তাবড় তাবড় ধনকুবেররা অতিথি হিসেবে এসেছেন। 

ট্যুটারের দায়িত্ব পেয়েই মাস্ক একাধিক পরিবর্তন এনেছেন। মার্কিন ধনকুবের এবং শ্রীরামের যৌথ উদ্যোগে মাইক্রো ব্লগিং সাইটটি আর কী কী চমক আনে এখন তা দেখতেই মুখিয়ে নেটপাড়া । 

 

Comments are closed.