‘ইন্দ্রাক্ষীকে বারবার বিয়ে পাগল চরিত্র দেওয়ার কি কোন মানে হয়? আগে ছিল বিয়ে পাগল আর্যা এখন বিয়ে পাগল বিজয়িনী! ঘুরেফিরে সেই একই গঁতে বাঁধা চরিত্র!বোরিং’-যমুনা ঢাকির আর্যাকে একই ধরনের চরিত্র বিজয়িনীতে দেখে ক্ষোভ উপড়ে দিলেন নেটিজেনরা!
বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকের গল্প মোটামুটি একই রকম। নায়ক নায়িকার প্রেম, বিচ্ছেদ, অভিমান, ভুল বোঝাবুঝি, মিল, বিয়ে, ডিভোর্স আর একাধিকবার বিয়ে। হ্যাঁ বেশিরভাগ ধারাবাহিকেই দেখা যায় যে নায়ক নায়িকার একাধিকবার বিয়ে হচ্ছে আর একজন নায়িকা কে ঘিরে তিনজন চারজন পুরুষ প্রতিযোগিতা করছে আর একজন নায়ক কে ঘিরে তিনজন চারজন প্রতিযোগিতা করছে আর বেশিরভাগ ধারাবাহিকেই দেখা যায় যে নায়কের বিয়ের আগে একটা শহরে প্রেমিকা থাকে যে নায়কের বিয়ের পর রীতিমতো খল নায়িকা হয় নায়ক আর নায়িকার মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করে। ধারাবাহিক যাই হোক না কেন বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকে গল্প এই একই।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’তে একটি চরিত্র ছিল যার নাম ছিল আর্যা। শিক্ষিতা, সুন্দরী আধুনিকা এই মেয়ে নায়ক সংগীতের পিছনে প্রায় হাত ধুয়ে পড়ে ছিল। নায়ক বিবাহিত এবং সে যমুনাকে ভালোবাসে এটা জানার পরেও সংগীত এবং যমুনার মধ্যে কীভাবে সে ভাঙন ধরাবে কীভাবে সংগীতকে বিয়ে করবে এবং সংগীতকে পাবে এই যেন তার ধ্যান ঞ্জান হয়ে উঠেছিল। ছলে বলে কৌশলে যমুনাকে খুন করতে অবধি সে দ্বিধা বোধ করেনি। যমুনা ঢাকি ধারাবাহিকে দেখানো হয়েছিল ৮ বার আর্যার বিয়ের আসর বসেছিল কিন্তু সংগীতের সাথে তার বিয়েটা হয়নি।
যমুনা ঢাকির পর আবার একটি ধারাবাহিকে এই আর্যাকে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আর্যা চরিত্রের অভিনেত্রী ইন্দ্রাক্ষী দে কে। এটি স্টার জলসার সদ্য শুরু হওয়া ধারাবাহিক মাধবীলতা, আর্যা ধারাবাহিকের অভিনেত্রী এই ধারাবাহিকে বিজয়িনীর চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকে দেখানো হয় বিজয়িনী একজন ফরেস্ট অফিসার এবং সে একজন সৎ মানুষ, অন্যদিকে সে পুষ্পরঞ্জন চৌধুরীর ছেলে সবুজকে ভালোবাসে। কিন্তু সবুজ ভালোবাসে বন্য মেয়ে মাধবীলতাকে এবং সে মাধবীলতা কে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে।
এখানেও বিজয়িনী মাধবীলতা কে সবুজের জীবন থেকে যেকোনো উপায়ে সরিয়ে দিতে চায়। আর্যার চরিত্রটি দর্শকরা মেনে নিলেও এরপর বিজয়িনী চরিত্রটিতে একই চরিত্রের প্রতিফলন দেখে দর্শকরা আর সেটা মানতে পারছেন না। অভিনেত্রী ইন্দ্রাক্ষী দে কে বারবার এই একই ধরনের চরিত্রে দেখে দর্শকরা বিরক্ত হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমত নেটিজেনরা কমেন্ট করেছেন যে, ‘ইন্দ্রাক্ষীকে বারবার বিয়ে পাগল চরিত্র দেওয়ার কি কোন মানে হয়? আগে ছিল বিয়ে পাগল আর্যা এখন বিয়ে পাগল বিজয়িনী! ঘুরেফিরে সেই একই গঁতে বাঁধা চরিত্র!বোরিং’
Comments are closed.