এসএসসি গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগের জের, বুধবার ২৫ জন কর্মরত কর্মীর মাইনে বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতির তীব্র ভর্ৎসনার মুখে পড়েন এসএসসি সচিব।
২৫ জনের নিয়োগ নিয়ম মেনে হয়নি, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এদিন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। বিচারপতি গাঙ্গুলি ওই ২৫ জনের নিয়োগের উপযুক্ত নথি সহ এসএসসি সচবিকে আদালতে তলব করেন। সচিবের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রয়োজনে নিয়োগ সংক্রান্ত দুনীর্তির তদন্ত সিবিআইকে দিয়েও করানো হবে বলে জানান।
উল্লেখ্য, ২০১৬ সালে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে গ্রুপ ডি পদে ১৩ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। সেই মতো পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ হয়। তবে ২০১৯ নির্দিষ্ট প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও গ্ৰুপ ডি পদে নিয়োগ হয়েছে বলে অভিযোগ। এদিন আদালত নিয়োগ সংক্রান্ত নথিপত্র দেখতে চাইলে, তা এসএসসির সচিব দেখাতে পারেননি। যার জেরে আদালতের ভর্ৎসনার মুখে পড়েন তিনি। সেই সঙ্গে এদিন বিচারপতি গাঙ্গুলি জানান, নিয়োগ নিয়ে কোনও রকমের দুর্নীতি বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার দুপুর ২ টোয় ফের এই মামলার শুনানি রয়েছে।
Comments are closed.