মার্কিন অর্থনীতিতে মন্দার ইঙ্গিত, প্রভাব পড়তে পারে ইনফোসিস, উইপ্রোসহ ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির ওপর
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আর্থিক মন্দার ইঙ্গিতের মাঝেই জল্পনা শুরু হয়েছে মার্কিন মুলুকে ব্যবসা করা ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির ভবিষ্যৎ নিয়ে। আর্থিক বিশেষজ্ঞদের অনুমান, টিসিএস, উইপ্রো, ইনফোসিসের মতো ভারতীয় বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা, যারা মার্কিন মুলুকের আউট সোর্সিং ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসায়িক মুনাফার উপরও এই আর্থিক শ্লথ গতির প্রভাব পড়তে পারে। ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি প্রায় ১৬৭ বিলিয়ান মার্কিন ডলার আউট সোর্সিং ব্যবসা করে থাকে এই মুহূর্তে। যার সিংহভাগই হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যেই নিজেদের আয়ের পূর্বাভাস কমিয়েছে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপেল। যা দুশ্চিন্তা বাড়িয়ে আরও উস্কে দিচ্ছে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির গতি শ্লথ হওয়ার আশঙ্কাকে।
এমতাবস্থায়, আগামী ১০ জানুয়ারি টিসিএস, ১১ জানুয়ারি ইনফোসিস ও ১৮ জানুয়ারি উইপ্রো তাদের আয়ের পূর্বাভাস প্রকাশ করতে চলেছে। সেখানেই অনেকটা স্পষ্ট হবে মার্কিন বাজারে মন্দার এই ইঙ্গিত কতটা প্রভাব ফেলেছে তাদের এই ব্যবসায়। ইতিমধ্যে অনেক অর্থনীতিবিদ ও শেয়ার বিশেষজ্ঞরা অনুমান করছেন, ২০১৯ সালে সম্ভবত আর্থিক মন্দার সম্মুখীন হতে চলেছে মার্কিন অর্থনীতি। কমবে আর্থিক বৃদ্ধি। আর্থিক বিশেষজ্ঞ সংস্থা মর্গ্যান স্ট্যানলি বৃদ্ধির পূর্বাভাস ২.৯ শতাংশ থেকে কমিয়ে ২.৩ শতাংশ করেছে। টিসিএস, উইপ্রো, ইনফোসিস, টেক মাহিন্দ্রা, এইচসিএল-এর মতো ভারতীয় সংস্থাগুলির ব্যবসার ৫০-৭০ শতাংশই হয় মার্কিন মুলুকে।
Comments are closed.