স্কুলে আসা বাধ্যতামূলক নয়। অভিভাবকরা চাইলে তবেই স্কুলে আসবে পড়ুয়ারা। জানিয় দিলেন শিক্ষামন্ত্রী বারত্য বসু। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, স্কুলে আসার জন্য পড়ুয়াদের জোড় করা হবে না। কোভিডের কারণে পড়ুয়াদের স্বাস্থ্যকেই অগ্রাধিকার দেবে রাজ্য। তাই অভিভাবকরা চাইলে তবেই স্কুলে আসবেন পড়ুয়ারা। না এলে কোনও সমস্যা হবেনা।
উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন ১৬ নভেম্বর থেকে খুলবে রাজ্যের সব স্কুল-কলেজ। সেইমত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে স্কুল-কলেজগুলি। এদিনই হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ১৬ তারিখ থেকে স্কুল খোলায় কোনও বাধা নেই। স্কুল খোলা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত বহাল রাখে হাইকোর্ট। আদালত জানিয়েছে, স্কুলে ঢোকার সময়ে ধাক্কাধাক্কি এড়াতে অতিরিক্ত সময় দেওয়া হবে। স্কুল টাইমে ১০ মিনিট করোনা নিয়ে সচেতনামূলক প্রচারও চালানো হবে। এরপর এদিন শিক্ষামন্ত্রী বাত্য বসু, বলেন, পড়ুয়াদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়। বাবা-মা চাইলে তবেই পড়ুয়াদের স্কুলে পাঠাবেন।
Comments are closed.