সকাল থেকে ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতাবাসী। আকাশ আংশিক মেঘলা থাকলেও শুক্রবার সকালে বৃষ্টি হয়নি শহরে। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন রাজ্যের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গুমোট ও ভ্যাপসা গরম রয়ে গেছে। এদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুব কম। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৮৯ শতাংশ। ন্যূনতম ৬৯ শতাংশ।
Comments are closed.