কলকাতায় সংক্রমণ বেশি যাদবপুর, বেহালায়, আরও কড়া লকডাউনের পরিকল্পনা
যাদবপুর ও বেহালায় স্যানিটাইজেশনের কাজ শুরু
কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের সমীক্ষায় দেখা গেছে কলকাতার মধ্যে করোনা সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি যাদবপুর ও বেহালায়।
সমীক্ষায় বলা হয়েছে, পুরসভার ১০, ১১, ১২, ১৪, ১৬ বরোগুলি যাদবপুর ও বেহালা এলাকার মধ্যে পড়ছে। এই এলাকাগুলিতে সংক্রমণের হার বেশি। তাই ইতিমধ্যেই ওইসব এলাকা স্যানিটাইজেশনের কাজ শুরু করেছে পুরসভা।
এছাড়াও ওইসব এলাকায় লকডাউন আরও কড়া করার বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা শুরু করেছে কেএমসি। এই দুই এলাকায় সংক্রমণের হার বেশি জানার পরেই একটি টিম তৈরি করেছে পুরসভা। সেই টিমে নিকাশি, স্বাস্থ্য, কঠিন বর্জ্র ম্যানেজমেন্টের একজন করে আধিকারিক রয়েছেন। এই টিম একটি সমীক্ষা চালায়।
এইসব জায়গায় স্যানিটাইজেশনের কাজ শুরু হবে। এতে সংক্রমণের রাশ টানা যাবে বলে মনে করছে কলকাতা পুরসভা।
Comments are closed.